Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

প্রাথমিক বিদ্যালয়ের মত স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাগুলোকে জাতীয়করণ করার দাবিতে গত বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখা। মানববন্ধনে বক্তৃতা কারেন সমিতির সভপতি মোঃ আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল কাদির, ফাইজ উদ্দিন, সেলিম রেজা, এলাহী বক্স, বাবুর হোসেন, ছগির উদ্দিন ও রহিস উদ্দিন প্রমুখ। বক্তাগন ১৫১৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা প্রধান শিক্ষকদের বেতন ২৫০০ টাকা এবং সহকারী শিক্ষকদের বেতন ২৩০০ টাকা ধার্য করায় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন, মাদরাসা শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশনকৃত কোড নম্বরপ্রাপ্ত ৬ হাজার ৭৯৮টি এবতেদায়ী মাদ্ররাসার মধ্যে ১৯১৯টি মাদরাসা অনুদানভূক্ত, বাকী ৫ হাজার ২৮৯টি মাদরাসা এখনো অনুদান থেকে বঞ্চিত রয়েছে। এসব অনুদান বঞ্চিত শিক্ষকরা বর্তমান দ্রব্য মূল্যের বাজারে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। তারা এসব স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাগুলোকে দ্রæত জাতীয়করণের ঘোষণা প্রদানের দাবি জানান। মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষকরা ৭ দফা দাবি সংবলিত একটি স্মরকলিপি নরসিংদী জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর নিকট পেশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ