রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারে সড়ক ও জনপদের ভুলের কারণে খালের ভাঙনে হুমকির মুখে পড়েছে প্রায় শতবর্ষী মিরুখালী ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদ। আমুয়া-মিরুখালী-ধানীসাফা খালের পারে অবস্থিত মসজিদ সংলগ্ন সওজের রাস্তার পাশে স্থায়ী পাইলিংয়ের ব্যবস্থা না হলে মসজিদটি বড় ধরনের ক্ষতির মুখে পরতে পারে বলে মুসল্লিরা আশংকা করছেন। মসজিদের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সূফি সাধক মাওলানা আঃ ওয়াহেদের মসজিদ সংলগ্ন কবরটিও খালের ভাঙনে বিলিন হওয়ার পথে। মিরুখালী বাজারের মধ্য দিয়ে আমুয়া-মিরুখালী-ধানীসাফা খালের উত্তর পারে অবস্থিত সওজের মিরুখালী-ধানীসাফা (৪ কিলোমিটার) রাস্তাটি ১ বছর আগে কার্পেটিং করা হলেও কর্তৃপক্ষের ভুলে মসজিদ সংলগ্ন প্রায় দেড়শ মিটার রাস্তার কাজ অসমাপ্ত থাকে। ওই সময় খালের অব্যাহত ভাঙনে রাস্তা ভেঙে মসজিদের কাছে চলে আসায় ভাঙন ঠেকাতে গত বছর প্রায় ১০০ মিটার খালের পারে প্লেট সাইটিং (পাইলিং) করা হয়। দীর্ঘ দিন কাজ বন্ধ থাকার পর কিছু দিন আগে রাস্তার কাজ শুরু করে মাটি খুড়ে বালু ও খোয়া দিয়ে ম্যাগাডম করার সময় মসজিদের পাশ দিয়ে প্রায় ৫০ মিটার রাস্তা পাইলিং সহ ধ্বসে খালে নেমে গেছে। সরেজমিনে দেখা গেছে প্রায় প্রতি দিনই রাস্তার নতুন নতুন অংশের মাটি নিচের দিকে দেবে যাচ্ছে। মসজিদ সংলগ্ন সূফি সাধক মাওলানা আঃ ওয়াহেদের কবর সবচেয়ে বেশী হুমকির মুখে আছে। উত্তর মিরুখালী গ্রাম নিবাসী মাওলানা আঃ ওয়াহেদ ১৯২০ সালে কলিকাতা মাদ্রাসা থেকে এলাকায় আসলে ছারছীনার মরহুম পীর মাওলানা নেছার উদ্দিন তাকে অত্র এলাকায় ইসলাম প্রচারে খলিফা নিযুক্ত করেন। তিনি ১৯২০ সালের পরে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন বলে জানাযায়। রাস্তার ঠিকাদার মোঃ আবু হানিফ খান জানান, ভাঙ্গন ঠেকাতে প্লেট সাইটংয়ের পাশে খুব শিগ্রই বল্লি সাইটিং (গাছ পুতে) করা হবে। এ ব্যবস্থায় বছর খানেক রাস্তার ভঙ্গন ঠেকান যাবে বলে ঠিকাদার জানান। মসজিদ কমিটির সভাপতি এবং স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খোকন জানান, সওজের ভুলে কারনে প্রাচীন এই মসজিদের অস্তিত্ব এখন হুমকির মুখে। তিনি স্থায়ী পাইলংয়ের ব্যবস্থা করার জন্য দ্রæত ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান। মসজিদের সাবেক ইমাম অত্র এলাকার প্রবীন আলেমে দ্বীন মাওলানা মোঃ ইয়াকুব আলী মসজিদ এবং সংগ্ন কবর ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন। এ ব্যাপরে সওজের পিরোজপুর অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গত অর্থ বছরে বরাদ্ধ অর্থ দিয়ে রাস্তার কাজ চলছে। ভাঙন ঠেকাতে আপাতত বল্লি সাইটিং করা হচ্ছে। ভাঙনের স্থায়ী সমাধাণের জন্য বর্তমান অর্থ বছরে অর্থ বরাদ্ধের চেষ্টা করা হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।