Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে কারেন্ট জাল জব্দ

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী কালামপুর হাটে অভিযান চালিয়ে ৮ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রীতি কণা পাল। এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আবুল কালাম জানান, আমাদের কাছে খবর ছিল প্রতি বৃহস্পতিবার কালামপুর হাটে কারেন্ট জাল কেনা-বেচা হয়। এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্যবসায়ী আলাউদ্দিন, রজ্জব আলী ও ইব্রাহিমের কাছ থেকে ৮ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করি এবং ৩ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জনসম্মুখে জাল গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ