Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

এ সরকারের অধীনে নির্বাচন করব : এরশাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৭, ৩:৪৬ পিএম

সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বিএনপি কোথাও নেই। আগামী জাতীয় নির্বাচন এ সরকারের অধীনে করব।’ রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিনের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এরশাদ বলেন, ‘সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। আমাদের সময় এতো খুন, গুম, ধর্ষণ হয়নি। এখন প্রতিদিন ধর্ষণ হচ্ছে। আর বিএনপি মাঠে নেই, তারা শুধু বক্তৃতা দেয়। তাই জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’
তিনি বলেন, ‘ত্রাণের নামে প্রহসন চলছে। ১৯৮৮ সালের বন্যার সময় আমরাও ত্রাণ দিয়েছি। এখন মাত্র কয়েক কেজি ত্রাণ দেওয়া হয়, কিন্তু কোথায় রান্না করবে তার ব্যবস্থা করে না।’
সাবেক এ রাষ্ট্রপতি তার সময়ের কথা উল্লেখ করে বলেন, ‘যমুনা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন আমরা করেছি। ১৯৮৮ সালের ১ ফেব্রুয়ারি যা রেকর্ডে রয়েছে। সে সময় বিশ্ব ব্যাংক টাকা দিতে চায়নি। নিজেদের অর্থে ব্রিজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পরে আমার ক্ষমতা চলে যায়।’

তিনি আরো বলেন, ‘ঢাকায় আমাদের উন্নয়নের পরে শুধু ২টি ফ্লাইওভার করা হয়েছে। এখন তো ঢাকা বসবাসের অযোগ্য।’
এরশাদ বলেন, ‘চ্যালেঞ্জ গ্রহণ করে ক্ষমতা ছেড়েছিলাম। সৈনিক ছিলাম এ জন্য রাজনীতির মার বুঝি নাই। ক্ষমতা ছাড়ার পর বিএনপি অনেক অত্যাচার করেছে। এমন হবে বুঝলে ক্ষমতা ছাড়তাম না।’
দেশে ১৯৮৮ সালের চেয়েও ভয়াবহ বন্যা হয়েছে উল্লেখ করে বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, ’৮৮ সালের বন্যায় আমরা কাজ করেছি। এবারের বন্যায় কাজ করছে সরকার। তবে আমাদের কথা এখন মানুষ মনে রেখেছে। আমাদের মত কাজ কেউ করতে পারে নাই।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।



 

Show all comments
  • মোঃ আকবার আলী ২৪ আগস্ট, ২০১৭, ১১:০০ পিএম says : 0
    আপনার মাথা তো ঠিক নাই এ কারনে আপানি যবেন।
    Total Reply(0) Reply
  • মোঃ আকবার আলী ২৪ আগস্ট, ২০১৭, ১১:০০ পিএম says : 0
    আপনার মাথা তো ঠিক নাই এ কারনে আপানি যবেন।
    Total Reply(0) Reply
  • S. Anwar ২৫ আগস্ট, ২০১৭, ১২:০২ এএম says : 0
    এরশাদ চাচা কিছু মনে কইরেন না। আপনের মিথ্যার বেশাতি আর চাপাবাজি শুইন্না আর চুপ কইরা থাকন গেলোনা। আপনে যে আকামের মস্তবড় শনি তা আগে থেইক্কা জানতাম, মাগার আপনে যে এমন নেমক হারাম হেইডাতো জানতাম না। যেই সরকারের পায়ের তলে আপনে আশ্রয় পাইছেন, যেই সরকারের ফেনে-ভাতে আপনে আইজো পরানে বাঁইচ্চা রইছেন কোন্ মুখে আপনে হেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা কন? ছিঃ চাচা আপনের জাগায় আমি অইলে কচু গাছের লগে গলায় দড়ি বাইন্ধা আত্মহত্যা করতাম। আপনের সোনালী শাসনকাল আমি দেখছি চাচা। মিছা কথা কন ক্যান? আপনের ক্ষমতা চইলা যায় নাই। ছাত্র-জনতার প্যাঁদানি খাইয়া আপনেইতো ক্ষমতারে বিচারপতির কাছে জমা থুইয়া চইলা যাইতে বাধ্য হইছিলেন। সরকারের কৃপায় আইজও ছহি-ছালামতে বাইচ্চা আছেন চাচা। সরকারের বিরুদ্ধে কুৎসা কওন বন্ধ করেন। এই সরকারের কথা মতন নির্বাচন করলে আজীবন এই রকম থাকবার পারবেন। নইলে নির্বাসনে যাওন ছাড়া আপনের আর কোন গতি থাকবো না কইলাম চাচা।
    Total Reply(0) Reply
  • S. Anwar ২৫ আগস্ট, ২০১৭, ১২:০৬ এএম says : 0
    এরশাদ চাচা কিছু মনে কইরেন না। আপনের মিথ্যার বেশাতি আর চাপাবাজি শুইন্না আর চুপ কইরা থাকন গেলোনা। আপনে যে আকামের মস্তবড় শনি তা আগে থেইক্কা জানতাম, মাগার আপনে যে এমন নেমক হারাম হেইডাতো জানতাম না। যেই সরকারের পায়ের তলে আপনে আশ্রয় পাইছেন, যেই সরকারের ফেনে-ভাতে আপনে আইজো পরানে বাঁইচ্চা রইছেন কোন্ মুখে আপনে হেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা কন? ছিঃ চাচা আপনের জাগায় আমি অইলে কচু গাছের লগে গলায় দড়ি বাইন্ধা আত্মহত্যা করতাম। আপনের সোনালী শাসনকাল আমি দেখছি চাচা। মিছা কথা কন ক্যান? আপনের ক্ষমতা চইলা যায় নাই। ছাত্র-জনতার প্যাঁদানি খাইয়া আপনেইতো ক্ষমতারে বিচারপতির কাছে জমা থুইয়া চইলা যাইতে বাধ্য হইছিলেন। সরকারের কৃপায় আইজও ছহি-ছালামতে বাইচ্চা আছেন চাচা। সরকারের বিরুদ্ধে কুৎসা কওন বন্ধ করেন। এই সরকারের কথা মতন নির্বাচন করলে আজীবন এই রকম থাকবার পারবেন। নইলে নির্বাসনে যাওন ছাড়া আপনের আর কোন গতি থাকবো না কইলাম চাচা।
    Total Reply(0) Reply
  • S. Anwar ২৫ আগস্ট, ২০১৭, ১২:০৭ এএম says : 0
    এরশাদ চাচা কিছু মনে কইরেন না। আপনের মিথ্যার বেশাতি আর চাপাবাজি শুইন্না আর চুপ কইরা থাকন গেলোনা। আপনে যে আকামের মস্তবড় শনি তা আগে থেইক্কা জানতাম, মাগার আপনে যে এমন নেমক হারাম হেইডাতো জানতাম না। যেই সরকারের পায়ের তলে আপনে আশ্রয় পাইছেন, যেই সরকারের ফেনে-ভাতে আপনে আইজো পরানে বাঁইচ্চা রইছেন কোন্ মুখে আপনে হেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা কন? ছিঃ চাচা আপনের জাগায় আমি অইলে কচু গাছের লগে গলায় দড়ি বাইন্ধা আত্মহত্যা করতাম। আপনের সোনালী শাসনকাল আমি দেখছি চাচা। মিছা কথা কন ক্যান? আপনের ক্ষমতা চইলা যায় নাই। ছাত্র-জনতার প্যাঁদানি খাইয়া আপনেইতো ক্ষমতারে বিচারপতির কাছে জমা থুইয়া চইলা যাইতে বাধ্য হইছিলেন। সরকারের কৃপায় আইজও ছহি-ছালামতে বাইচ্চা আছেন চাচা। সরকারের বিরুদ্ধে কুৎসা কওন বন্ধ করেন। এই সরকারের কথা মতন নির্বাচন করলে আজীবন এই রকম থাকবার পারবেন। নইলে নির্বাসনে যাওন ছাড়া আপনের আর কোন গতি থাকবো না কইলাম চাচা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ