বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশে সামরিক শাসন আনতেই ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে পর্যবেক্ষণ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২ টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নয়, দেশে সামরিক শাসন আনতেই ষোড়শ সংশোধনীর রায়ে এই ধরণের পর্যবেক্ষণ দেয়া হয়েছে।
তিনি বলেন, এ রায় যুক্তিনির্ভর নয়, তাই এ রায় অগ্রহণযোগ্য। আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও ত্রুটিযুক্ত।
তথ্যমন্ত্রী বলেন, বিচার বিভাগ জনগণের অভিভাবক নয়, সংবিধানের অভিভাবক। আজকে বিচার বিভাগকে জনগণের অভিভাবক বলা হচ্ছে, এটা দুঃখজনক। সংসদের হাতে বিচারপতিদের অপসারণের যে আইন ছিল সেটিই বিচারপতিদের সুরক্ষা দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।