Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় স্কুলছাত্র স্বাধীনকে চোখমুখ বেঁধে নির্যাতন

| প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ায় সবুজ নগর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় হাসিবুর রহমান স্বাধীন (১১) নামের ৫ম শ্রেণির এক স্কুলছাত্রকে ধরে নিয়ে চোখ-মুখ বেঁধে নির্যাতন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। স্বাধীন উপজেলার সবুজ নগর গ্রামের ব্যবসায়ী মশিউর রহমান সবুজের ছেলে ও স্থানীয় ১১১নং পূর্ব ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। আহত স্বাধীন জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সে বাড়ি থেকে কিছু দুরে বটতলা নামক বাজারে খাবার কিনতে যায়। বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দু’জন লোক মুখ বেঁধে বাজারের দক্ষিণ পাশে নিয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। নির্যাতনের সময় স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা স্বাধীনকে ফেলে রেখে পালিয়ে যায়। আহতের পিতা মোঃ মশিউর রহমান অভিযোগ করেন, পূর্ব শত্রæতার জের ধরে সাবেক ইউপি সদস্য লতিফ ঘরামির পুত্র অস্্র মামলা আসামী সুজন ও তার ভাই শাওন ঘরামি এ ঘঁনার সাথে জড়িত থাকতে পারে। এদেরকে আসামী করে মঠবাড়িয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম বলেন, এঘটনা মৌখিকভাবে সুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ