রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইনকিলাব ডেস্ক : দেশের দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ জন ও আহত হয়েছে ১৫ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া গাবতলী এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী ইলিশ পরিবহনের (রাজবাড়ী-ট-১১-০০২৯) সাথে বিপরীতমুখী সুপার ট্রান্সপোর্ট এজেন্সীর একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-ব-১৫-০২৮৪) সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে প্রচন্ড বৃষ্টির মধ্যে যাত্রীবাহী পরিবহনটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে একটি মাইক্রোবাসকে অতিক্রম করার সময় গাড়ী দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রাবাহী বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় ১৫জন াাহত হলে ১০ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে সড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। জানা যায়, উপজেলার ইসলাবাদ নামক স্থানে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। বিশ্বরোড হাটিহাতা হাইওয়ের থানার ওসি মো. ইউনুছ জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় এক অজ্ঞাত ব্যক্তি (৩০) রাস্তা পারাপারের সময় ঢাকাগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হন। াশ সুরতাহালের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বানের পানিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন
রাজশাহী ব্যুরো : রাজশাহী বিভাগে পানির নীচে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। বিনষ্ট হয়েছে সত্তর হাজার হেক্টর জমির ফসল। আবাদ নিয়ে কৃষক স্বপ্ন দেখেছিল। এখন সেখানে হাহাকার। বানের পানি চোখের পানি একাকার হয়ে গেছে। পানিতে ডুবে আছে গ্রাম আমন থেকে বিভিন্ন ফসলের ক্ষেত পুকুর। রাজশাহী নাটোর, নওগা, চাপাই, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, জয়পুরহাট সব জেলাতে বন্যার ছোবল। কোথাও কোথাও বন্যার পানি নেমে গেলেও বেরিয়ে আসছে বিদ্ধস্ত অবস্থা। আসন্ন ঈদুল আযহার খুশী যেন ফিকে হয়ে আসছে। স্বপ্নহীন বিষাদমাখা মুখ।
রাজশাহী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রাথমিক তথ্যমতে জেলার বাগমারা, মোহনপুর, তানোর, পবা, গোদাগাড়ী উপজেলায় পুরোপুরি পানিতে তলিয়েছে হাজার হাজার হেক্টর বশী জমি। এর মধ্যে বাগমারায় পাঁচ হাজার, মোহনপুরে তিন হাজার হেক্টর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।