বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন এক স্বামী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে নাচোল উপজেলার হাকরইল মধ্যপাড়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, হাকরইল মধ্যপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক মইদুল ইসলাম বাদল (৫২) দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন কুমিল্লার নাসিমা বেগমকে। তাদের ঘরে তিন সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে মানসিকরোগে আক্রান্ত হয়ে পড়েন মইদুল ইসলাম বাদল। এই অবস্থায় প্রায় তার স্ত্রীকে মারধর করতো মইদুল। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও সুস্থ্য না হওয়ায় পরিবারের লোকজন তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। এরইমধ্যে গতকাল বুধবার সকালে বাড়ির লোকজন ঘরের মেঝেতে নাসিমা ও বাড়ির পাশের একটি চালে মইদুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুরে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, মঙ্গলবার রাতের কোন এক সময় মইদুল তার স্ত্রীকে হত্যার পর বাড়ির পাশের একটি চালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নাচোল থানার ওসি (তদন্ত) মাহতাব উদ্দিন জানান, নিহত গৃহবধুর শরীরে আঘাতের চিন্থ আছে। তার লাশ ঘরের মেঝেতে পড়ে ছিলো। তিনি বলেন ময়নাতদন্তের পর দু’জনের মৃতত্যর প্রকৃত কারণ বলা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।