Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে শিক্ষকের আঘাতে দৃষ্টি হারাতে বসা মাশরাফুলকে নেয়া হয়েছে ভারতে

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

 ক্লাসে শিক্ষকের বেত্রাঘাত চোখের আলো হারাতে বসা বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র মাশরাফুল আল কারীবকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়েছে। তার বাবা কামরুজ্জামান ও চাচা আসাদুজ্জামান গতকাল (বুধবার) দুপুরে তাকে নিয়ে ভারতের উদ্দেশে রওনা দেন। ভারত যাওয়ার প্রাক্কালে সবার দোয়া চেয়েছেন মাশরাফুলের বাবা কামরুজ্জামান। তিনি বলেন, মাশরাফুল বাম চোখে কিছুই দেখতে পাচ্ছে না। যন্ত্রণায় কাতরাচ্ছে সে। চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
গত ২৯ জুলাই জ্যামিতি এঁকে না দেয়ার অপরাধে স্কুলের গণিতের শিক্ষক আরিফ বিল্লাহ তাকে বেধড়ক পিটান। এতে তার বাম চোখের কর্ণিয়া ফেটে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। আহত অবস্থায় মাশরাফুলকে প্রথমে চমেক হাসপাতাল পরে স্যাভরন এবং সর্বশেষ ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। নানা পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা বলছেন, বাম চোখের কর্ণিয়া দুই জায়গায় ফেটে গেছে। চোখের রক্তনালীতেও বড় সমস্যা দেখা দিয়েছে। এটি সারাতে জটিল অপারেশন এদেশে সম্ভব না। এদিকে চোখের আলোতে হারাতে বসে চরমভাবে হতাশ হয়ে পড়েছে শিক্ষার্থী মাশরাফুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ