Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচার বিভাগের বিরুদ্ধে সরকারের অবস্থান জাতির জন্য অশুভ সংকেত - ড. খন্দকার মারুফ হোসেন

| প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

দাউদকান্দি উপজেলা সংবাদদাতা : বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, বিচার বিভাগের বিরুদ্ধে সরকারের অবস্থান জাতির জন্য একটি অশুভ সংকেত। ষোড়শ সংশোধনী বাতিল রায়ের বিষয়ে আইনানুগ পথে না গিয়ে সরকার রায় বাতিলের জন্য বিচার বিভাগকে ভয় দেখাচ্ছে, চাপ দিচ্ছে। সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রী-এমপিরা প্রতিনিয়ত প্রধান বিচারপতি সম্পর্কে অশালীন বক্তব্য দিচ্ছে। এতে দেশের মানুষ স্তম্ভিত ও ভীতসস্ত্রস্ত হয়ে পড়েছে। সরকারের এ আচরণ গণতন্ত্র, আইনের শাসন ও সংবিধানের প্রতি মারাত্মক হুমকি স্বরূপ। স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে কখনোই মুখোমুখি অবস্থান হয়নি। একটি রায়কে কেন্দ্র করে বিচার বিভাগের প্রতি বর্তমান সরকারের এই অসহিষ্ণু আচরণ ইতিহাসে খারাপ নজির হয়ে থাকবে। তিনি গতকাল বুধবার কুমিল্লার দাউদকান্দি সদরে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এইসব কথা বলেন। ড. মারুফ বলেন, নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। উচ্চ আদালতে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে মানুষ কিছুটা হলেও আশার আলো দেখতে পেয়েছে। কারণ এই রায়ের পর্যবেক্ষণে মানুষের মনে পূঞ্জীভূত অব্যক্ত কথাগুলোর বহি:প্রকাশ হয়েছে। প্রধান বিচারপতিকে নিয়ে যারা অশোভন মন্তব্য করছে, তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান বিএনপি’র এই তরুণ নেতা। তিনি বলেন, বন্যা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে অনাহারে মানবেতর দিন কাটাচ্ছে। ক্ষুধার্ত মানুষের মধ্যে হাহাকার বিরাজ করছে। অথচ সরকারী দলের নেতারা ত্রাণ বিতরণের নামে মিডিয়ায় ছবি দেখাচ্ছে। তারা বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে না এসে প্রধান বিচারপতির বিরুদ্ধে বিষোদগার করতে অতি ব্যস্ত হয়ে পড়েছে। দাউদকান্দি উপজেলা যুবদলের সভাপতি ভিপি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, বিএনপি নেতা একেএম শামসুল হক, দেলোয়ার হোসেন মিয়াজী, নুর মোহাম্মদ সেলিম, আরিফ মাহামুদ, নূরুল আমীন সরকার, যুবদল নেতা মাহবুবুল আলম মোহন, ভিপি শাহাবুদ্দিন ভূইয়া, শাহ আলম সরকার, বাবুল মোল্লা, শরীফ চৌধুরী, কাউসার আলম সরকার, আলগমীর হোসেন সজীব, মহিউদ্দিন তালুকদার, ছাত্রদল নেতা রোমান খন্দকার, আল আমিন সরকার, আব্দুল বাসেদ ও আসাদুজ্জামান লিমন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ