Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

| প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, বগুড়া : বগুড়ার সোনাতলায় এক মা তার ১০ মাস বয়সী জমজ কন্যার একটিকে কে গলা টিপে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টায় সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আত্মঘাতি মা আজিজা খাতুন (২৪) কামারপাড়া গ্রামের রাজমিস্ত্রী আব্দুর রহিমের স্ত্রী। মৃত কন্যা শিশুটির নাম খাদিজা।
জানাগেছে, রাজমিস্ত্রী রহিমের স্ত্রী আজিজা ১০ মাস আগে জমজ কন্যার জন্ম দিলে মায়ের নামের আদলে একজনের নাম খাদিজা ও বাবার নামের আদলে অপর জনের নাম রাখা হয় রহিমা । তবে অভাবের সংসারে জমজ কন্যা সন্তান প্রসব করায়, শ্বশুর-শ্বাশুড়ি আজিজাকে দায়ী করে গালমন্দ করতো। যানিয়ে সংসারে অশান্তিও ছিল। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে সবার আজিজা তার খাদিজার কান্নাকাটিতে ত্যক্ত বিরক্ত হয়ে গলা টিপে মেরে ফেলে। রাগের মাথায় ঘটানো এই হত্যা কান্ডের পর অনুশোচনায় দগ্ধ হয়ে ও বিব্রতকর পরিস্থিতি এড়াতে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় আজিজার অপর সšতান তার দাদীর কাছে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা- মেয়ের লাশ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ