Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে বংশীনদীতে বজ্রপাতের ঘটনায় নিখোঁজ ৩ জনের মৃতদেহ উদ্ধার: মৃতের সংখ্যা বেড়ে ৬

ষ্টাফ রিপোর্টার সাভার থেকে | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ৪:৩৫ পিএম

সাভারের বংশী নদীতে শ্রমিকবাহী নৌকা পারাপারের সময় বজ্রপাতে ৫ জন নিখোঁজের ঘটনায় ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এনিয়ে বজ্রপাতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাড়ালো। নিখোঁজ রয়েছে আরও দুইজন।
বুধবার দুপুরে বংশী নদী বিভিন্ন পাড় থেকে এই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছে- মহেলা বেগম, মিনতি রানী ও দীপু লাল। তারা ৩ জনই মানিকগঞ্জের সিংগাইরের আকতার ফার্নিচার কারখানার শ্রমিক ছিলেন। নিখোঁজ আরও দুইজনের উদ্ধার অভিযান চলছে।
সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, গতকাল সকালে সাভারের কাতালাপুরের কর্ণপাড়া ঘাট থেকে ট্রলারে পারাপারের সময় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয় ও আহত হয় ১৩ জন।
অপরদিকে নৌকা থেকে পড়ে গিয়ে ৫ নিখোঁজ হয়। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ শুরু করে। পরে আজ দুপুরে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ