Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়করাজ রাজ্জাককে বনানী কবরস্থানে দাফন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১১:২৮ এএম

অগণিত সিনেমাপ্রেমীর ভালোবাসাকে সঙ্গে নিয়ে আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন নায়করাজ রাজ্জাক।
জানা গেছে, ভোরে তার মেজো ছেলে রওশন হোসেন বাপ্পি দেশে ফেরার পর বনানী কবরস্থানে রাজ্জাকের দাফন সম্পন্ন হয়। এর আগে পর্যন্ত তার লাশ রাখা হয় ইউনাইটেড হাসপাতালের হিমঘরে।
আগামী শুক্রবার বাংলা সিনেমার কিংবদন্তি এই অভিনেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই দিন গুলশানের আজাদ মসজিদে বাদ আসর এই দোয়া মাহফিল হবে বলে জানিয়েছেন নায়করাজের ছোট ছেলে সম্রাট।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক। সেখান থেকে মঙ্গলবার সকালে তার মরদেহ শেষবারের মতো নিয়ে যাওয়া হয় গুলশানের বাসভবন ‘লক্ষ্মীকুঞ্জ’-তে। মরদেহ সেখানে পৌঁছতেই স্বজনদের কান্না-আহাজারিতে ভারি হয়ে ওঠে আশপাশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ