Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবচর থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার

| প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুরের শিবচর থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের অন্যতম এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ৮ এর মাদারীপুর ক্যাম্প। গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে বেশ কিছু চাঞ্চলকর তথ্য দিয়েছে র‌্যাব। র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প কমান্ডার মেজর রাকিব জানান, দীর্ঘদিন যাবৎ একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র ইটালী, স্পেন ও গ্রীসসহ ইউরোপের বিভিন্ন দেশে মোটা অঙ্কের বেতনের চাকুরীর লোভ দেখিয়ে মানব পাচার করে আসছে। এই চক্রের সদস্যরা বাংলাদেশ, লিবিয়া ও ইটালীতে সমভাবে সক্রিয় এবং এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিমèমধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকগণ। চক্রটি বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে যুবকগণকে লিবিয়ায় পাচার করে থাকে। পরে লিবিয়ায় অবস্থানরত চক্রের সদস্যরা লিবিয়ার বন্দিশালায় তাদেরকে আটক রেখে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং বন্দীদের নিকট আত্মীয়দের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে। এই চক্রের সাড়ে জড়িত থাকার অভিযোগে ২১ আগস্ট শিবচরের দত্তপাড়া ইউনিয়নের ধুয়াটি গ্রাম থেকে সিরাজ মাতুব্বরকে গ্রেফতার করা হয়। তিনি প্রাথমিকভাবে মানবপাচার চক্রের সাথে জড়িত বলে দাবি করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভূক্তভোগি পরিবার। র‌্যাবের মেজর রাকিব এসব তথ্য নিশ্চিত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ