Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতারক গ্রুপ লিডারদের কাছে হজ এজেন্সিগুলো জিম্মি

শামসুল ইসলাম | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

৩০ যাত্রীর ভাগ্যে এখনো টিকিট জুটেনি : আরো দু’টি বাড়তি শ্লট পাওয়া গেছে


প্রতারক গ্রুপ লিডারদের কাছে হজ এজেন্সিগুলো জিম্মি হয়ে পড়েছে। কম টাকায় হজযাত্রী সংগ্রহ এবং হজ প্যাকেজের লাখ লাখ টাকা আদায়ের পরেও এজেন্সিকে তা’ পরিশোধ না করে মাসের পর মাস গ্রুপ লিডাররা টালবাহান করছে। এতে অনেক হজ এজেন্সি এখনো হজযাত্রীদের বিমানের টিকিট ক্রয় করতে সক্ষম হয়নি। বেসরকারী হজ এজেন্সিগুলোর কতিপয় প্রতারক গ্রুপ লিডার হজযাত্রীদের লাখ লাখ টাকা আটকে দেয়ায় হজ টিকিট কিনতে এজেন্সিগুলোকে গলদঘর্ম পোহাতে হচ্ছে । ধর্মমন্ত্রী’ অধ্যক্ষ মতিউর রহমানের এলাকা ময়মনসিংহের ত্রিশজন হজযাত্রীর প্রায় ৬০ লাখ টাকা নান্দাইলের প্রতারক গ্রুপ লিডার আসাদুজ্জামান আটকে দেয়ায় গতকাল মঙ্গলবার পর্যন্ত এসব হজযাত্রীর বিমানের টিকিট ক্রয় করা সম্ভব হয়নি। এসব হজযাত্রী এখনো হজে যেতে না পেরে চরম হতাশায় ভুগছেন। গতকাল দুপুরে প্রতারক গ্রুপ লিডার আসাদুজ্জামানকে পুরানা পল্টনস্থ আবাবিল হজ গ্রুপ-এর অফিসে ডেকে এনে হজ প্যাকেজের টাকা পরিশোধের জন্য অবরুদ্ধ করে রাখা হয়। এসময়ে ত্রিশালের খেলাফত মজলিস নেতা আবু তাহের খান আসাদুজ্জামানের পক্ষে সুপারিশ করতে এলে তাকেও অবরুদ্ধ করে রাখা হয়। এসময়ে হজযাত্রীদের কাছ থেকে আদায়কৃত প্রায় ৬০ লাখ টাকা দ্রুত পরিশোধের দাবীতে বিক্ষুদ্ধ এক হজ এজেন্সি’র মালিক ও হজযাত্রীদের হাতে নিগৃহীত হয়েছে প্রতারক গ্রুপ লিডার আসাদুজ্জামান। হজযাত্রীদের টাকা দ্রুত পরিশোধ না করে গ্রুপ লিডার আসাদুজ্জামান গত এক মাস যাবত গা-ঢাকা দিয়ে নানা টালবাহান করে আসছিল। আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো: আবু ইউসুফ এতথ্য জানান। আবু ইউসুফ বলেন, সরকার নির্ধারিত হজ প্যাকেজের পুরো টাকা পরিশোধ করলেই এসব হজযাত্রী হজে যাবেন। উল্লেখিত ত্রিশজন হজযাত্রী উক্ত প্রতারক গ্রুপ লিডারের খপ্পরে পড়ে এখন চরম হতাশায় ভুগছেন। হজ প্যাকেজের টাকা পরিশোধ করার পরেও তারা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত বিমানের টিকিট ও পাসপোর্ট হাতে পাননি। এসব অপেক্ষমান হজযাত্রী কবে নাগাদ হজে যেতে পারবেন তা’ এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি। এ প্রসঙ্গে হাবের মহাসচিব মো: শাহাদাত হোসাইন তসলিম ইনকিলাবকে বলেন, এসব হজযাত্রীর বিমানের টিকিটের টাকা ব্যাংকে জমা রয়েছে। প্রতারক গ্রুপ লিডার যদি হজ প্যাকেজের বাকি টাকা পরিশোধ না করে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিবো। এক প্রশ্নের জবাবে হাব মহাসচিব বলেন, সকল হজযাত্রীই হজে যেতে পারবেন ইনশাআল্লাহ।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে’র প্রায় এক হাজার হজযাত্রী পরিবহনের ক্যাপাসিটি শট রয়েছে। অপেক্ষমান এসব হজযাত্রী’র বিমানের টিকিট কনফার্ম করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার বিকেলে জেদ্দাস্থ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে বিমান আরো দু’টি বাড়তি শ্লট পেয়েছে। এ দু’টি শ্লট আগামী ২৬ আগষ্টের মধ্যে ব্যবহার করতে হবে। এ দু’টি বাড়তি শ্লট নিয়ে বিমান এবার হজযাত্রী পরিবহনের লক্ষ্যে সউদী কর্তৃপক্ষের কাছ থেকে সর্বমোট ২শ’ ৫টি শ্লট বরাদ্দ পেয়েছে। এর মধ্যে যাত্রী সংকটের দরুন ২৪টি হজ ফ্লাইট বাতিল করতে হয়েছে বিমানকে। এতে বিমানের হজযাত্রী পরিবহনের ক্যাপাসিটি লস হয়েছে ১৪ হাজার ৭শ’জনের। আর বিমান প্রায় ৪০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গতকাল এতথ্য জানিয়েছেন। আগামী ২৭ আগষ্ট ও ২৮ আগষ্ট বিমান হজযাত্রী পরিবহনে আরো শ্লট বরাদ্দ পাওয়া না গেলে উল্লেখিত হজযাত্রীকে বিকল্প পথে হজে পাঠাতে হবে। সম্প্রতি ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ঘোষণা দিয়েছেন ভিসাপ্রাপ্ত একজন হজযাত্রীকে রেখেও আমি হজে যাবো না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি’ও ঘোষণা করেছেন সকল হজযাত্রীই হজে যেতে পারবেন। এ ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। চলমান পরিস্থিতিতে প্রতিদিন ৯ থেকে ১০টি পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। হজযাত্রী পরিবহনে বিমানের রীতিমতো নাকানি-চুবানি খাওয়ার অবস্থা। ক্যাপাসিটি লসকে পুষিয়ে নিতে আরও দুদিন ফ্লাইট পরিচালনা করতে হবে বিমানকে। সেজন্য বিমান সেউদী সরকারের কাছে আবেদনও জমা দিয়েছে।
গত বছরের বকেয়া পাওনাসহ ময়মনসিংহের ত্রিশজন হজযাত্রীর হজ প্যাকেজের ৩৮ লাখ ৫০ হাজার টাকা আবাবিল হজ গ্রুপের অফিসে জমা দিয়েছে বলে গ্রুপ লিডার আসাদুজ্জামান জানান। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার নয়শিমুল গ্রামের আব্দুর রশিদ ২ লাখ ৮০ হাজার টাকা গ্রুপ লিডার আসাদুজ্জামানের কাছে জমা দিয়েছে। কাকনহাট গ্রামের হজযাত্রী রোস্তম আলী ও জসিম উদ্দিনও অনুরুপ টাকা গ্রুপ লিডারকে পরিশোধ করেছে। হজযাত্রী আব্দুর রশিদের ছেলে হাফেজ শামসুল ইসলাম এতথ্য জানান। নান্দাইলের দুরুয়া গ্রামের হজযাত্রী আব্দুস সালাম আকন্দ ইনকিলাবকে বলেন, ২ লাখ ৯০ হাজার টাকা হজের জন্য গ্রুপ লিডার আসাদুজ্জামানকে দিয়েছি দু’মাস আগে। এখনো হজে যাওয়ার টিকিট ও পাসপোর্ট পাইনি। ময়মনসিংহের হজযাত্রী আব্দুল্লাহ’র শ্যালক আব্দুল হাই জানান, মরহুম আব্দুল মালেকের স্ত্রী হাজেরা খাতুন দু’ই লাখ ৭০ হাজার টাকা আর আব্দুল্লাহ ৩ লাখ টাকা ২০১৬ সালেই পরিশোধ করেছেন। এখনো কবে হজে যাবেন তারা কিছুই তাদের জানানো হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

৯ জুলাই, ২০২২
৮ জুলাই, ২০২২
৭ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ