Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণ

| প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর আগ্রাবাদে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিত ওই শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। সেখানে ধর্ষণের আলামত পাওয়া গেলেও গত ৫ দিনেও ভয়ে মামলা করেনি শিশুটির পরিবার। গতকাল (মঙ্গলবার) থানার ওসি জানিয়েছেন, ঘটনার ব্যাপারে তারা মামলা গ্রহণ করবে।
মেয়েটির মা জানান, তিনি পোশাক শ্রমিক ও স্বামী গাড়ি চালক। পূর্ব পরিচয়ের সূত্র ধরে আল-আমীন নামে এক যুবক তাদের বাসায় যাওয়া আসা করত। বাসায় কেউ না থাকার সুযোগে গত ১৭ আগস্ট আল-আমীন (৩২) তার মেয়েকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে প্রকাশ না করার জন্য হুমকি দেয়। পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি আল-আমীনের বাসা ডবলমুরিং থানার চৌমুহনি সিলেটি কলোনীতে। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর শফিপুর গ্রামে। এদিকে ধর্ষণের পাঁচদিন পরও মামলা করেনি শিশুটির পরিবার।
ওসিসি’র সমন্বয়ক মাফরুহা নিগার জানান, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। হাসপাতালে ভর্তির প্রথম দুইদিন সে খুবই আতঙ্কিত থাকত। কাউন্সিলিং করে তাকে স্বাভাবিক করা হয়েছে। পরিবারকে মামলা করার জন্য ওসিসি থেকে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা তাদের ভবিষ্যৎ ঝামেলার শঙ্কায় মামলা করতে ভয় পাচ্ছে। তাদের আমরা বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছি তারা যেন মামলা করে।
এদিকে স্থানীয় লোকজন ওইদিন রাতে তাদের চমেক হাসপাতালের ওসিসি’তে পাঠিয়েছে এবং বিষয়টি ‘মীমাংসা’ করে দেয়ারও প্রস্তাব দিয়েছে। এ ঘটনার পর বাড়িওয়ালা তাদের বাসা থেকে বের করে দিয়ে বাসায় তালা লাগিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন মেয়েটির মা। ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম জানান, ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। হাসপাতাল থেকে জানানোর পর পুলিশ পাঠিয়ে তাদের সাথে কথা বলা হয়েছে। শিশুটির পরিবার মামলা করতে না চাইলেও এ ঘটনায় মামলায় গ্রহণ করা হবে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ