বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : প্রীতম ভৌমিক নামে একমাত্র কিশোর পুত্রকে পিটিয়ে মা দ্বীপ্তি ভৌমিককে হত্যার ঘটনায় স্বীকারোক্তি আদায় বাধ্য করার প্রতিবাদে গতকাল নরসিংদী প্রেস ক্লাবের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। নরসিংদীর সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেছে নরসিংদী শহর ও শহরতলীর শত শত নারী পুরুষ।
প্রায় ঘন্টাকালব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন নরসিংদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক অহিভূষণ চক্রবর্তী, শিক্ষক নেতা গেরিলা মুক্তিযোদ্ধা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রঞ্জিত কুমার সাহা, নারী নেত্রী কল্পনা দাস, নরসিংদী শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম মোদক, সাধারণ সম্পাদক বিনয় সাহা, সমাজ সেবক সাবেক কাউন্সিলর নীল রতন চক্রবর্তী, নিহত দ্বীপ্তি ভৌমিকের স্বামী প্রদীপ ভৌমিক, মেয়ের জামাই নয়ন সাহা ও প্রনয় সাহা সেন্টু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।