বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা ঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার ২৯ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরস্কারের টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও অগ্রণী ব্যাংক সাহেব বাজার সহযোগীতায় এবং সেকায়ের্প প্রকল্পের মাধ্যমে এ উদ্দীপনা পুরস্কাররের অর্থ বিতরণ করা হয়। মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গোগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাদীঘি উচ্চ বিদ্যালয়, পিরিজপুর উচ্চ বিদ্যালয়, গুণিগ্রাম উচ্চ বিদ্যালয়, উজানপাড়া মাদ্রাসা, শাহসুলতান (রহ.) কামিল মাদ্রাসাসহ ২৯টি স্কুল ও মাদ্রাসার তালিকা ভুক্ত ৯শ ৬৩ জন শিক্ষার্থী উদ্দীপনা পুরস্কার গ্রহন করেন। মাধ্যমিক পর্যায়ে উদ্দীপনা পুরস্কার প্রত্যেক শিক্ষার্থী ১ হাজার টাকা করে এবং এসএসসি উদ্দীপনা পুরস্কার ১ হাজার ৫শ টাকা সর্ব মোট ১১ লাখ ১৮ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার আকেবুল ইসলাম, রাজশাহী জেলার সিবিএর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুজ্ঞু, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার আলী, সোনাদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মাহাফুজুল আলম তোতা, গুণিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারে অফিস সহকারী নাজমুল হক, আবুল হোসেন প্রমূখ। এ ব্যাপারে রাজশাহী -১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষাবন্ধব সরকার। শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করছে। অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিক ভবনসহ শিক্ষার্থীদের ভাগ্যের উন্নয়নে কাজ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।