Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যায় ক্ষতিগ্রস্তদের ১ দিনের বেতন দিচ্ছেন বাকৃবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

| প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বাকৃবি সংবাদদাতা : দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা দূর্গত মানুষের সাহায্যার্থে নিজেদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড.মো. জসিমউদ্দিন খানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারিদের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, কোষাধ্যক্ষ এবং বন্যা দূর্গতদের সাহায্যার্থে ভিসি গঠিত কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। জানা গেছে, সংগৃহীত অর্থের দুই-তৃতীয়াংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। অবশিষ্ট অর্থ বন্যা দূর্গতদের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী হিসাবে বীজ, সবজি চারা, ধানের চারা, খাদ্য (চাউল, চিড়া, চিনি, আলু), গো-খাদ্য, পশু চিকিৎসা সামগ্রী, স্যালাইন, পানি শোধন ট্যাবলেট, ঔষধ ইত্যাদী সামগ্রী সরাসরি দেয়া হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন (ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, পদচিহ্ন, হাসিমুখ, বিভিন্ন জেলা সমিতি) এবং সাধারণ শিক্ষার্থীরাও নিজেদের সাধ্যমত বন্যার্তদের সহায়তা চালিয়ে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ