Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামল শ্রীপুর গড়তে দু’লাখ বৃক্ষ রোপণ

| প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসন ‘শ্যামল শ্রীপুর’ গড়ার লক্ষ্যে ৩০ মিনিটে একযোগে দুই লাখ বৃক্ষের চারা রোপন করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্ভোধন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, উপজেলা ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্নাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প’২১ বাস্তবায়নের জন্য ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট রহমত আলীর অভিপ্রায়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় শ্যামল শ্রীপুর গড়তে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও শ্রীপুর বনবিভাগের সহযোগিতায় গত এক মাস যাবৎ সার্ভে করে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, রাস্তার ধারে গাছ লাগানোর স্থান নির্বাচন ও গত দুই দিন যাবত বিতরণ সম্পন্ন করে মঙ্গলবার ৩০মিনিটে একযোগে উপজেলায় বিভিন্ন জাতের দুই লক্ষ গাছের চারা রোপন করা হয়। পরে দুপুর বারটায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ তিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্ভোধন করা হয়। এতে বিভিন্ন ফলদ বৃক্ষের প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ