Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার সড়ক দূর্ঘটনায় আহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ৫:৩৩ পিএম

ব্রাহ্মণবড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান সড়ক দুঘর্টনায় আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম যাবার পথে কুমিল্লার কংশ নগরে নামক স্থানে তিনি আহত হন। তবে এ ঘটনায় এসপি মিজানুর রহমান সামান্য আহত হলেও তার গাড়িটি (পাজেরো স্পোর্ট) বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন। তিনি জানান, মঙ্গলবার ফজর নামাজ পড়ে মিজানুর রহমান চট্টগ্রামের উদ্দেশ্যে তার সরকারি গাড়ি নিয়ে রওনা হন। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কংশনগর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশে গাছের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। এতে মিজানুর রহমান পায়ে ও কোমরে আঘাতপ্রাপ্ত হন। পরে বুড়িচং উপজেলার কংশনগর বাজারের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় তার সরকারি বাসভবনে অবস্থান করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ