Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা ও গবেষণায় শাবি থাকবে সবার শীর্ষে: শাবি ভিসি

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ৫:৩১ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, একসময় এই বিশ্ববিদ্যালয় নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাই শিক্ষা ও গবেষণায় শাবিকে সবার শীর্ষে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করতে চাই। মঙ্গলবার দুপুর ৩ টায় ভিসির কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাব্ প্রেসক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

এসময় শাবি ভিসি বলেন, সীমিত সম্পদের মধ্যে জব মার্কেটে চাহিদা আছে এমন কিছু বিভাগ খোলার চেষ্টা করবো। যাতে করে দেশের উন্নয়নে শাবিপ্রবির গ্রেজুয়েটরা অবদান রাখতে পারে।
তিনি আরো বলেন, যেহেতু এখানে ব্যক্তিগত কোন এজেন্ডা নিয়ে আসিনি তাই সকল ক্ষেত্রেই দুষ্টের দমন শিষ্টের লালন নীতিতে কাজ করবো। কোন ধরনের চাপের কাছে নতি স্বীকার করবো না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ