Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ১২:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা কমপাউন্ডের পুকুর থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করা করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, থানার পশ্চিম পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা থানা ঘেঁষা পুকুরে এক যুবকের লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

তিরি আরও জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। শহরের টি.এ.রোড ফকিরাপুল এলাকায় সব সময় এক ভবঘুরে ঘুরে বেড়াত। লাশটি তার হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ