Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফডিসিতে নায়করাজ রাজ্জাককে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ১২:২৯ পিএম

কিংবদন্তী অভিনেতা নায়করাজ আবদুর রাজ্জাককে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছেন চলচ্চিত্রাঙ্গনের সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আনা হয় তার লাশ।

সেখানে প্রথমে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপর একে একে শ্রদ্ধা জানান রাজ্জাকের দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

এ সময় গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আলমগীর, পরিচালক মনতাজুর রহমান আকবর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, পরিচালক মোরশেদুল ইসলাম, অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক শাকিব খান, আমিন খান, ফেরদৌস, জাবেদ, জায়েদ খান, রুবেল, ওমর সানী, শাহ আলম কিরণ, খসরু প্রমুখ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধাঞ্জলি শেষে সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ