Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ৯:৪৪ এএম

পূর্ব শত্রুতার জের ধরে সাভারে প্রতিপক্ষের হামলায় কামরুল হাসান নামে (১৮) এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পর্যবেক্ষেণ কেন্দ্রে (আইসিও) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


নিহত কামরুল হাসান আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার হারুন-উর রশিদের ছেলে এবং তিনি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য শাখার ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ গেট এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত হন কামরুল হাসান।

নিহত কামরুল হাসানের বন্ধুরা জানায়, বিকালের দিকে হাসানসহ ৫ বন্ধু মিলে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বেড়াতে যান। এসময় ঘটনাস্থলে হাসানের পূর্ব পরিচিত এক যুবকের সাথে দেখা হলে সে হাসানের সাথে পূর্ব ঘটিত কোনো বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। তর্কের এক পর্যায়ে হাসান ও ওই যুবক সংঘর্ষে জড়িয়ে পড়লে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের সাথে থাকা আরও কয়েক যুবক এসে মারামারিতে লিপ্ত হয়। এতে হাসান গুরুত্বর আহত হলে দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে হাসান মারা যান।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতালে ছুটে যায়। এ ঘটনায় হাসানের বন্ধুদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া কারা জড়িত এবং কি বিষয় নিয়ে তাদের হাসানের সাথে বিরোধ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় নিহতের বাবার পক্ষ থেকে সাভার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ