পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সউদী আরবের মক্কায় একটি হোটেলে অগ্নিকান্ড ঘটেছে। আল-আজিজিয়া জেলায় অবস্থিত ওই হোটেল থেকে অন্তত ৬০০ তুর্কি ও ইয়েমেনি হজযাত্রীকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
সউদী আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ সোমবারের এ তথ্য জানিয়েছে। মক্কার বেসামরিক প্রতিরক্ষা মহা-অধিদফতরের মুখপাত্র মেজর নায়েফ আল-শরিফ বলেন, ১৫ তলা ভবনটির অষ্টম তলার একটি কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত। হোটেলটিতে ইয়েমেন ও তুরস্কের ৬০০ হজযাত্রী ছিলেন। তিনি জানিয়েছেন, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোটেলের সব অতিথিকে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। কোনো ধরনের হতাহত ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শরিফ জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে । অতিথিদের হোটেলটিতে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার জেদ্দার ছয়টি ভবনে একই ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে তিনটি ভবন পুরোপুরি ধসে যায়। ওই ভবন থেকে ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।