Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার্তদের জন্য রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের দু’দিনের লাঞ্চভাতা প্রদান

| প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যাদুর্গতদের জন্য রূপালী ব্যাংক লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারী দুইদিনের লাঞ্চভাতা প্রদান করেছেন। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে চলমান ভয়াবহ বন্যায় এসব অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এরই পরিপ্রেক্ষিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এগিয়ে এসেছেন। ব্যাংক সূত্রে জানা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের দু’দিনের লাঞ্চভাতার অর্থ দিয়ে চাল, ডাল, আলু, লবণ, বিস্কুট, শিশুখাদ্য ও ওষুধ ক্রয় করা হবে। কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জসহ বেশি ক্ষতিগ্রস্ত জেলার মানুষদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে। এছাড়া আপদকালীন খরচের জন্য নগদ টাকা প্রদান করা হবে। এ প্রসঙ্গে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আতাউর রহমান প্রধান বলেন, দেশের যেকোনো দুর্যোগে সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। এরই ধারাবাহিকতায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও এগিয়ে এসেছেন। - প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ