বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো: উত্তরাঞ্চলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গতকাল (সোমবার) ফাউন্ডেশনের উদ্যোগে দু’টি ট্রাকযোগে বন্যা দুর্গত এলাকা বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রামের দুর্গত মানুষের জন্য এক হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, চিড়া, ভোজ্য তৈল, চিনি, বিস্কুট, বিশুদ্ধ খাবার পানি, মোমবাতি ও ওষুধ। ত্রাণ সামগ্রী প্রেরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম, চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও ফাউন্ডেশনের পরিচালক মো: দিদারুল আলম, মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহেদুল আলম, সমাজ সেবক নেছার আহম্মদ ও প্রভাষক সত্যজিত বড়ুয়া প্রমুখ।
এ সময় সাবেক মেয়র মনজুর আলম বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অতীতের ন্যায় এবারও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাহায্যের হাত প্রসারিত করেছে। তিনি বন্যা দুর্গতদের মাঝে দ্রুত ত্রাণ সামগ্রী বিতরণে সরকারের প্রশংসা করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ আরও বেগবান করার লক্ষ্যে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে মানবতার সেবায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহŸা্কানব্হান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।