Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার সরকারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

| প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম কার্য নিবাহী কমিটির সদস্য হাবিবুর রহমান পঞ্চায়েতের বাবা কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার সরকারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষ্যে বেলা ১১টায় থেতরাই আব্দুল জব্বার (এ.জে) কলেজে এবং মরহুমের নিজ বাসভবন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রামের পঞ্চায়েত বাড়ি ও নিজস্ব মসজিদে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থেতরাই আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল শেখ , সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কলেজের সহসভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মাস্টার, হাফিজুর রহমান সেলিম, ইউনিয় বিএনপির সভাপতি আব্দুল হালিম, যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার, থেতরাই আব্দুল জব্বার কলেজের শিক্ষক আমিনুল ইসলাম. মোন্নাফ আলী এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈকত বাবু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ