Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপাশা-তৌকীর জুটির রজতজয়ন্তী

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৪২ পিএম, ২১ আগস্ট, ২০১৭

ছোট পর্দায় হাতে গোনা সফল জুটিদের মধ্যে বিপাশা হায়াত-তৌকীর আহমেদ অন্যতম। দেখতে দেখতে পর্দায় তাদের জুটির বয়স সম্প্রতি ২৫ পূর্ণ হলো। ১৯৯২ সালে সোনালী রোদ্দুর নাটকের মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তারা। পর্দার সফল জুটি বাস্তবেও ১৮ বছর ধরে সংসার করছেন। এই সফল জুটির কারণ নিয়ে সম্প্রতি মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ ঈদ অনুষ্ঠান কেমিস্ট্রি’র। উপস্থাপিকা-অভিনেত্রী নাবিলার মুখোমুখি হয়ে সফল জুটি বিপাশা-তৌকীর জানিয়েছেন, তাদের না বলা অনেক কথা। তৌকীর আহমেদ জানিয়েছেন, আসছে একুশে’র বই মেলায় নিজের লেখা কবিতাগুচ্ছ বের করবেন। অন্যদিকে বিপাশা হায়াতও তৌকীর আহমেদকে সারপ্রাইজ দিয়ে বলেন, তার ইচ্ছে আছে খুব শিগগীরই বাবা আবুল হায়াত এবং স্বামী তৌকীর আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করবেন। তৌকীরের কাছে বিপাশা অনুরোধ করেন, তার লেখা জনপ্রিয় ধারাবাহিক নাটক শঙ্খবাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলে তিনি খুশি হবেন। তৌকীরও পাল্টা জবাব দিয়ে বলেন, বিপাশা হায়াত চলচ্চিত্রের জন্য স্ক্রিপ্ট লিখে দিলে তিনি অবশ্যই শঙ্খবাস চলচ্চিত্র নির্মাণ করবেন। কথা প্রসঙ্গে একটি মজার তথ্যও জানা গেছে এ অনুষ্ঠানে। প্রয়াত সালমান শাহ-মৌসুমীর প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত-এর প্রস্তাব আরো অনেকের মত বিপাশা হায়াত-তৌকীর আহমেদের কাছেও গিয়েছিল। তবে নিজেদেরকে মূলধারার বানিজ্যিক ছবিতে দেখেন না বলে দুজনেই এ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। রুম্মান রশীদ খান-এর গ্রন্থনা ও সাইফুল ইসলাম-এর প্রযোজনায় কেমিস্ট্রি প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে।



 

Show all comments
  • Hira ২২ আগস্ট, ২০১৭, ৫:৪৩ পিএম says : 0
    Good family
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ