Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে আসছে ইলিয়াস হোসেনের না বলা কথা-ফোর

| প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

আশিক বন্ধু: ২০১২ সালে ‘না বলা কথা বলে দিতে চাই’ গানটি গেয়ে ইলিয়াস হোসেন শ্রোতাদের মন জয় করেছিলেন। পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। তারই ধারাবাহিকতায় না বলা কথা গানের সিক্যুয়াল করেছেন টু এবং থ্রি। এ দুটি অ্যালবামও সাফল্য পেয়েছে। এবার না বলা কথা-ফোর নিয়ে ঈদে আসছেন ইলিয়াস হোসেন। মাই সাউন্ডের ব্যানারে তৈরি হওয়া অ্যালবামের টাইটেল গানটি ইলিয়াসের সাথে যথারীতি এবারও গেয়েছেন অরিন। কাজী শুভর সুরে রাফির সঙ্গীতায়োজনে লিখেছেন জাহিদ আকবর। এরইমধ্যে টাইটেল গানটির মিউজিক ভিডিওর শূটিং শেষ হয়েছে। ঈদের আগেই ভিডিওটি প্রকাশ পাবে বলে জানা যায়। তাছাড়া একই অ্যালবামে ইলিয়াসের সাথে ‘বুঝে নিও’ শিরোনামের আরেকটি দ্বৈত গান গেয়েছেন ন্যান্সি। এবারের অ্যালবাম প্রসঙ্গে ইলিয়াস হোসেন বলেন, ২০১২ সালে আমার না বলা কথা অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। সেই থেকে অগণিত ভক্তের ভালবাসায় ধন্য আমি। আমার জীবনে ভক্তদের যে ভালবাসা পেয়েছি, তা সীমাহীন। তাই ভক্ত, শ্রোতাদের জন্যই এবারো না বলা কথা-ফোর অ্যালবামটি নিয়ে ফিরছি। বরাবরের চেয়ে এবার আরো চমক থাকছে অ্যালবামে। গানে, গল্পে, ভিডিওতে দারুণ কিছু পাবেন। এবারের অ্যালবামে মোট ১০ টি গান রয়েছে। গানগুলো লিখেছেন কবির বকুল, জাহিদ আকবর, তারেক আনন্দ, খোন্দকার শফিক সহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ