Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টার ওয়ারস নতুন সিক্যুয়ালে প্রিন্স উইলিয়াম ও হ্যারি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

হলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ স্টার ওয়ারস-এর নতুন সিনেমাতে অভিনয় করলেন ব্রিটিশ রাজপরিবারের দুই প্রিন্স উইলিয়াম ও হ্যারি। স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি নামের এই পর্বে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে এ দুই ভাইকে। সিরিজের আগের অভিনেতা জন বয়েগা নতুন পর্বেও ফিন চরিত্রে অভিনয় করছেন। প্রিন্স উইলিয়াম ও হ্যারির কাজ করার কথা নিশ্চিত করেছেন তিনিই। সাদা হেলমেট ও সাদা পোশাক পরা সৈনিক হিসেবে থাকছেন তারা। আরেক সৈনিক হিসেবে স্বল্প উপস্থিতি থাকছে হলিউড তারকা টম হার্ডির। গত সপ্তাহে একটি রেডিও স্টেশনে জন বয়েগাকে প্রশ্ন করা হলে উত্তরে তার মুখে শোনা যায়, দুই যুবরাজ আমাদের সিনেমার সেটে এসেছিলেন। কাজও করেছেন। ঘটনাটি গোপন রাখার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। বলতে পারেন, বিষয়টি কৌশলে পাশ কাটিয়ে যেতে যেতে হাঁপিয়ে উঠেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত যেভাবেই হোক তা ফাঁস হয়ে গেছে। তাদের কাজ করার ছবিও বেরিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ