Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জান্নাতের স্বপ্ন দেখিয়ে তরুন সমাজকে জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে- এ কে এম শহীদুল হক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৭, ৩:৩৭ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, কোরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে জান্নাতের স্বপ্ন দেখিয়ে তরুন সমাজকে জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে। শুধু মাদ্রাসায় যারা লেখাপড়া করে, তারাই জঙ্গি হয় এটা সঠিক নয়। এখন অন্যান্য স্কুল ও প্রতিষ্ঠানের ছাত্ররা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত ‘জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক অঙ্গীকারের ভূমিকা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, জঙ্গিদের নির্মূল করতে পারিনি, তাদের অনেক অনুসারী তৈরি হয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধ করতে হলে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার দুটিই প্রয়োজন হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নিজেদের পক্ষ থেকে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এসময় পুলিশ প্রধান সামরিক ও বেসামরিক সংস্থা, গোয়েন্দা সংস্থা, শিক্ষক ও সমাজের অন্যান্য স্তরের সব মহলকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ