Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

চুয়াডাঙ্গায় দায়িত্বে অবহেলায় এসআইসহ ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৭, ৩:১৪ পিএম

চুয়াডাঙ্গায় শহরের সমবায় ব্যাংক মার্কেটে চুরির ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার এক এসআই ও চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

জানা গেছে, গত ১৮ আগস্ট রাতে সমবায় ব্যাংক মার্কেটে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়। বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা মানব-বন্ধনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা করে। এদিকে দায়িত্বে অবহেলার কারণে রবিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানার এক এসআইসহ ৫ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাকার করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও পুলিশের দায়িত্বশীল কোনো ব্যক্তির মতামত পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ