Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাসপোর্টে দালাল-নির্ভরতা ৮০ শতাংশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৭, ১:৩৯ পিএম

পাসপোর্ট পেতে দেশের ৮০ শতাংশ গ্রাহক দালালের সহযোগিতা নেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটির‘পাসপোর্ট সেবায় সুশাসন : চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জরিপে দেশের প্রায় সকল পার্সপোর্ট অফিসে দালালের উপস্থিতির প্রমাণ মিলেছে। জরিপকৃত সেবাগ্রহীতাদের ৮০ শতাংশ দালালের সহযোগিতা নিয়েছেন। এর মধ্যে ৪১.৭ শতাংশ গ্রাহক দালাল বা অন্যের সহযোগিতা নিয়ে পাসপোর্ট করিয়েছেন।

প্রধান কারণ হিসেবে পাসপোর্ট অফিসের অসহযোগিতা ও আস্থার সংকটকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে।

সংবাদ সম্মেলেন প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পলিসি) মো. শাহনূর রহমান। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

 



 

Show all comments
  • Ma Abdul Samad ২১ আগস্ট, ২০১৭, ২:২৬ পিএম says : 0
    আমার নিজের অভিগ্যতা থেকে বলছি তার চেয়েও বেশি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ