বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সীতাকুন্ড সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুন্ডে পৌরসদরে একরাতে দুই বাড়ি থেকে ৮টি গরু চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে এ দু’টি চুরির ঘটনা ঘটে। ঈদুল আযহার মাত্র কয়েকদিন আগে হঠাৎ গরু চুরির ঘটনায় সীতাকুÐের খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা শেখ পাড়া হাজারি রাস্তা এলাকার বাসিন্দা মোঃ সালাউদ্দিন জানান, রাত ৩টার দিকে তাদের গোয়াল ঘরের তালা ভেঙে ২টি অস্ট্রেলিয়ান গাভী, ২টি বাচুর ও একটি ষাঁড় চুরি করে নিয়ে চলে যায়। এ ৫টি গরুর মুল্য আনুমানিক ৪ লাখ টাকা। তিনি বলেন, একই রাতে তাদের পাশের বাড়ির মোঃ খলিলের একটি গাভী, একটি বাচুর ও কোরবানে বিক্রি করার উদ্দেশে আনা একটি ষাঁড় বাড়ির গ্রীলের তালা ভেঙে নিয়ে যায় চোরের দল। চুরি হয়ে যাওয়া গরুর মূল্য আনুমানিক ২ লাখ টাকারও বেশি হবে। একজন প্রত্যক্ষদর্শী জানান, চোরের দল ট্রাকের করে এসব গরু নিয়ে পালিয়ে গেছে। সীতাকুÐ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান গরু চুরির বিষয়টি জানা নেই বলে জানান। এ বিষয়ে থানায় কেউ মামলা করতে আসেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।