বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া ব্যুরো ঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে গতকাল রোববার তারেক রহমান প্রদত্ত ত্রাণ সামগ্রী সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রোয়েন বাঁধে উপস্থিত বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হয়। সারিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে এই প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম। ত্রাণ বিতরনের আগে তিনি বলেন, সরকারি দল নিজেরাতো দুর্গত মানুষের পাশে দাঁড়াবেইনা আবার অন্য কাউকে দাঁড়াতেও দেবেনা,এমনই তাদের মনোভাব। তাই ত্রাণ সামগ্রী বিতরনেও এখন সরকারের অনুমতি নিতে হয়। সরকার বিএনপিকে সে অনুমতি দিতেও ভয় পায়। কারণ বিএনপির নাম শুনলে মানুষ ছুটে আসে। বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা বলেন, আগামী দিনে এলাকার উন্নয়নে আমাকে সুযোগ দিলে আমি বাঁধ রক্ষার ব্যবস্থা করব। বাঁধ না ভাঙলে ত্রাণের অপেক্ষায় থাকতে হবেনা। উপজেলা বিএনপির সভাপতি সুজাউদ্দৌলা সঞ্জুর সভাপতিত্বে ত্রাণ বিতরণ পূর্ব সমাবেশে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু, বিএনপির সাবেক উপজেলা সভাপতি এবিএম রেজাউল করিম মতিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমু, শ্রমিকদল সভাপতি আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা আবুল বাশার, লুৎফুল হায়দার রুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপী বেগম প্রমুখ। সমাবেশ শেষে দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।