Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানিবদ্ধতা নিরসনে পাইলট প্রকল্প বাস্তবায়িত হবে -চসিক মেয়র নাছির

| প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, স্থায়ী পানিবদ্ধতা নিরসনে একনেকে অনুমোদিত প্রকল্পের সমন্বয়ে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, সিডিএ ও ওয়াসার সম্মিলিত সিদ্ধান্তে চট্টগ্রামের পানিবদ্ধতা নিরসনে পাইলট প্রকল্প বাস্তবায়িত হবে। গতকাল (রোববার) সিটি কর্পোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে নির্বাচিত ৫ম পরিষদের ২৫ তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র একথা বলেন।
সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলরসহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত ২৫ তম সাধারণ সভায় বন্যা, পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হয়। মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডের ১১২ কিলোমিটার সড়ক আলোকিত করার লক্ষ্যে ১১৬ কোটি টাকার একটি প্রকল্প একনেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। এছাড়াও ৬৬ কিলোমিটার সড়ক প্রায় সাড়ে ৫৩ কোটি টাকা ব্যয়ে আলোকায়নের কার্যাদেশ প্রদান করা হয়েছে। মেয়র বলেন, নগরী শতভাগ এলইডি লাইটিংয়ের আওতায় নিয়ে আসা হবে। রাস্তা সংস্কার প্রসঙ্গে মেয়র বলেন, আসন্ন কোরবানী ঈদের পূর্বে সংস্কার কাজ অনেকাংশে সমাপ্ত হয়ে যাবে। বাকী সংস্কার উন্নয়ন কাজ তরান্বিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহŸান জানান।
মেয়র বলেন, ৪টি পশু জবাই খানা নির্মাণ, আবর্জনা সংরক্ষণে আন্ডার গ্রাউন্ড কন্টেইনার ইয়ার্ড নির্মাণের লক্ষে প্রকল্প প্রণয়ন করা হয়েছে।
মেয়র আসন্ন পবিত্র ঈদুল আযহার পশুর বর্জ্য বিকেল ৫টার মধ্যে অপসারণের লক্ষে যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে সভাকে অবহিত করেন।
সভায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নগরীর ৪১টি ওয়ার্ডকে ৪টি জোনে বিভক্তকরণ, বর্জ্য অপসারণের কাজে নিয়োজিতদের ঈদের দিন খাদ্য সরবরাহ করা, খেলাধুলার উন্নয়ন, সৌন্দর্য বর্ধন কার্যক্রম জোরদার করা, ওয়ার্ড পর্যায়ে সিটি কর্পোরেশনের খালি জায়গায় উদ্যান স্থাপন, ওয়ার্ড পর্যায়ে কঁচা ও অর্ধপাকা রাস্তা, ব্রজ, কালভার্ট, ড্রেইন চিহ্নিত করে পাকা করার পরিকল্পনা প্রণয়ন ও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অবৈধভাবে গড়ে উঠা পশু বাজার উচ্ছেদের সিদ্ধান্ত গৃহিত হয়।
পানিবদ্ধতা এলাকার হোল্ডিং ট্যাক্স মওকুফের দাবি
সাম্প্রতিক অতি বৃষ্টিতে নগরীর ক্ষতিগ্রস্ত পানিবদ্ধতা এলাকা সমূহের হোল্ডিং ট্যাক্স মওকুফের দাবি জানিয়েছে নগর ও নাগরিক নামে একটি সামাজিক সংগঠন। গতকাল নগরভবন মেয়র দপ্তরে সংগঠনের দশ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাত করে তাদের দাবিনামা পেশ করেন।
এ সময় সংগঠনের সভাপতি লায়ন এম আইয়ুব, সহ-সভাপতি মাহবুব এম রহমান, সাধারণ সম্পাদক লায়ন মঈনুদ্দিন নূর তারেক, যুগ্ম সম্পাদক বি এম ছায়েদুল হক, সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মেয়র উত্থাপিত দাবিসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে বিবেচনায় আনার আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ