বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি গত ১৭ আগস্ট থেকে শুরু করেছে ‘সিম্ফনি ঈদ অফার’ নামে নতুন এক কাস্টমার অফার। এ অফারের আওতায় কাস্টমার সিম্ফনির যে কোন হ্যান্ডসেট ক্রয় করলে পেতে পারেন বিদেশ ভ্রমণ প্যাকেজ, ফ্রী হ্যান্ডসেট অথবা ১০০০ টাকা পর্যন্ত ফ্রী মোবাইল রিচার্জ। এছাড়াও এডিসন গ্রুপ এর প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন হ্যালিও সিরিজও এই অফারের আওতায় থাকবে। হ্যালিও এস ১০, এস ২৫ এর সাথে ব্যাগ এবং হ্যালিও এস ২ এর সাথে থাকছে টিশার্ট ও চাবির রিং। সিম্ফনি জে ড৯ এর সাথে আছে ব্যাকপ্যাক, জেড ৮ এর সাথে দিচ্ছে পাওয়ার ব্যাংক, সিম্ফনি জেড ৭ এর সাথে পাওয়া যাবে একটি টিশার্ট এবং সিম্ফনি পি ৯ এর সাথে থাকছে বøু-টুথ স্পীকার। কাস্টমার হ্যান্ডসেট ক্রয় করে তার সিম থেকে একটি মেসেজ দেয়ার পর ফিরতি মেসেজে জেনে যাবেন তিনি কোন অফারটি জিতেছেন। মেসেজ পাঠানোর নিয়মাবলী ঃ মেসেজ অপশনে গিয়ে ঝুস (স্পেস) ১৫ ডিজিটের প্রথম আইএমইআই নাম্বারটি (ক্রয়কৃত হ্যান্ডসেটের) পাঠাতে হবে ৬৯৬৯ নাম্বারে। ফিরতি মেসেজে আপনি জেনে যাবেন তার জিতে নেয়া উপহারটি। - প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।