Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে ঝাড়ু মিছিল

| প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় মোটরচালক লীগের নেতা-কর্মীরা। গতকাল সকাল ১০ টার দিকে উপজেলা মোটরচালক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সুয়াপুর ইউনিয়ন মোটরচালক লীগের সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় তারা অভিযোগ করে বলেন, ওই চেয়ারম্যান তার দলবল নিয়ে মোটরচালক লীগের টাঙানো বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি এমএ মালেকের ছবি সম্বলিত শুভেচ্ছা ও অভিনন্দন ব্যানার রাতের আঁধারে ছিড়ে ফেলে। এতে প্রতিবাদ করায় চেয়ারম্যান ও তার বাহিনী মোটরচালক লীগের অফিসে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। এ হামলায় ২০ নেতাকর্মী আহত হন। পরে চেয়ারম্যান সমর্থক ও মোটরচালকলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টিা মামলা হয়।
এদিকে চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ