রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় মোটরচালক লীগের নেতা-কর্মীরা। গতকাল সকাল ১০ টার দিকে উপজেলা মোটরচালক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সুয়াপুর ইউনিয়ন মোটরচালক লীগের সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় তারা অভিযোগ করে বলেন, ওই চেয়ারম্যান তার দলবল নিয়ে মোটরচালক লীগের টাঙানো বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি এমএ মালেকের ছবি সম্বলিত শুভেচ্ছা ও অভিনন্দন ব্যানার রাতের আঁধারে ছিড়ে ফেলে। এতে প্রতিবাদ করায় চেয়ারম্যান ও তার বাহিনী মোটরচালক লীগের অফিসে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। এ হামলায় ২০ নেতাকর্মী আহত হন। পরে চেয়ারম্যান সমর্থক ও মোটরচালকলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টিা মামলা হয়।
এদিকে চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।