Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গঙ্গাচড়ায় তলিয়ে গেছে আমন ক্ষেত

| প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা : রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় টানা বর্ষণ ও বন্যায় পানির নিচে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। হাজার হাজার হেক্টর জমির রোপনকৃত আমন ক্ষেত তলিয়ে আছে নীচে। এছাড়াও ব্যাপক ক্ষতি হয়েছে উঠতি কাঁচা সবজির। সরেজমিনে ও উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নে প্রায় ১৫ হাজার হেক্টর জমির রোপনকৃত আমন ক্ষেত বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এ উপজেলার ধানের ক্ষেত তলিয়া তলিয়ে থাকায় উৎপাদন কমবে বলে কৃষকরা জানিয়েছেন। গঙ্গাচড়া সদর ইউনিয়নের দক্ষিণ নবনীদাস গ্রামের কৃষক রুহুল আমিন রুবেল বলেন, সব স্বপ্ন তো এবার পানির নিচে। কৃষিই আমার একমাত্র ভরসা। কৃষিজাত করে যা পাই তাই দিয়ে সংসার চলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ