রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মঙ্গলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন ভোটারদের ছবি তুলে ও পায়রা উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা) রকিবউদ্দিন মন্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা হেনা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ প্রমূখ।
উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব হেলালউদ্দিন আহমদ বলেন, যে সকল নাগরিক ১৮ বছরে পদার্পন করেছেন তাদের জাতীয় পরিচত্র পত্র নিয়ে নাগরিক সুবিধা গ্রহণের আহবান জানান। এ সময় তিনি বলেন, কেউ তথ্য প্রদানে অনিয়ম করবেন না। এ সময় বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।