Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চল্লিশ বছর আগের অপরাধের শাস্তি পাবেন পোলানস্কি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চল্লিশ বছর আগে নির্মাতা রোমান পোলানস্কি ১৩ বছর বয়সী কিশোরী সামান্থা গাইমারকে ধর্ষণ করেছিলেন। পরবর্তীতে পোলানস্কি ক্ষমা চেয়ে নিয়েছেন সামান্থা গাইমারের কাছে। সামান্থা তাকে ক্ষমা করে মামলা তুলে ফেলতে চাইলেও গত শুক্রবার আদালত অস্বীকৃতি জানিয়ে দিয়েছে। ফরাসি-পোলিশ নির্মাতা রোমান পোলানস্কির ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী মার্কিন কিশোরী সামান্থা গাইমারকে ধর্ষণ করেছিলেন। সে বছরই রোমানকে লস অ্যাঞ্জেলস থেকে গ্রেফতার করা হয়। প্রথমে অপরাধ স্বীকার না করলেও পরে স্বীকার করেন রোমান পোলানস্কি। তবে সাজা শুরু হওয়ার আগেই তিনি পালিয়ে চলে যান ফ্রান্সে। প্রায় চার দশক ধরে মামলার কার্যকলাপ চলার পর শেষ পর্যন্ত ৮৩ বছর বয়সে এসে রোমান পোলানস্কি অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। সামান্থা তাকে ক্ষমাও করে দিয়েছেন। সেই সঙ্গে মামলা তুলে নিতে চেয়েছেন। কিন্তু আদালত জানিয়ে দিয়েছে, সব ধরণের প্রমাণ আছে বলে মামলা তুলে নেয়া সম্ভব না। অপরাধীকে তার শাস্তি অবশ্যই পেতে হবে। গত জুনে মামলা তুলে নেয়ার জন্য অনুরোধ করে সামান্থা বলেন, আমি অনুরোধ করছি এটা করার জন্য, আমি ক্ষমা করেছি। লসঅ্যাঞ্জেলস সুপিরিয়র কোর্ট জর্জ স্কট গর্ডন জানান, মামলা খারিজ করা সম্ভব নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ