বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অসৎ, অনৈতিক এবং নির্লজ্জ ব্যাক্তি বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার ও অপসারণ চেয়ে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
ব্যারিস্টার মওদুদ আহমদ অনতিবিলম্বে সাবেক প্রধান এই বিচারপতির জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে এবিএম খায়রুল হককে পদত্যাগের আহ্বান জানান।
মওদুদ আরো বলেন, বিচারপতি খায়রুল সরকারের মুখপাত্রের ভূমিকা নিয়েছেন। আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায় যে, বিচারপতি খায়রুলের মত লোক আমাদের সাবেক প্রধান বিচারপতি ছিলেন। তারই ছেড়ে যাওয়া প্রতিষ্ঠানকে (সুপ্রিম কোর্ট) কিভাবে হেয় করছেন?
তিনি বলেন, বিচারপতি খায়রুল হক মুন সিনেমা হলের মামলার মাধ্যমে কোথায় গিয়ে পঞ্চম সংশোধনীতে হাত দিয়ে তা বাতিল করলেন। অথচ তার রায়ে এখনো সেই হল মালিক তার হলের মালিকানা ফেরত পায়নি। এই হলো বিচারপতি খায়রুল হক!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।