বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের শৈলকূপায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসের বাইরে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে আল-আমিন (৩২) ও ইমদাদ হোসেন নামে দুই ছিনতাইকারী জনতার হাতে আটক হয়েছে। এ সময় সিনিয়র শাখা ব্যবস্থাপক তাছির উদ্দীন গুলিবিদ্ধ হন। শৈলকুপার ভাটই বাজারে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। ছিনতাইকারী আল-আমিন কুমিল্লার মুরাদনগর উপজেলার হুল্লা গ্রামের হারুন মিয়ার ছেলে এবং ইমদাদ হোসেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কায়সাপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে। খবর পেয়ে শৈলকূপা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গুলিবিদ্ধ শাখা ব্যবস্থাপককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাখা ব্যবস্থাপক তাছির উদ্দীন জানান, রোববার দুপুরে ঋণ কালেকশনের টাকা নিয়ে তিনি বাইসাইেকেলে ভাটই বাজার শাখায় ফিরছিলেন। তিনি ব্যাংকে ঢোকার আগেই মটরসাইকেলযোগে তিন ছিনতাইকারী তার উপর চড়াও হয়। টাকার ব্যাগ নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাতে গুলি করে ছিনতাইকারীরা। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শাখা ব্যবস্থাপক টাকা কালেকশন করে ব্যাংকে আসার পথে ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুই ছিনতাইকারীকে ধরে ফেলে। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে দুই ছিনতাইকারী জনতার হাতে আটক হলেও তাদের একজন পাশের একটি গর্তে অস্ত্র ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ঝিনাইদহ দমকল বাহিনীর সদস্যরা ছিনতাইকারীদের ফেলে দেওয়া অস্ত্র উদ্ধারে তল্লাসি চালাচ্ছে বলে পুলিশ জানায়। এ বিষয়ে শৈলকূপা থানার ওসি আলমগীর হোসেন জানান, আটক ছিনতাইকারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে মামলা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।