Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক মন্ত্রী রাজু আওয়ামী লীগ ও থানা পুলিশকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন -কৃষক লীগ নেতা এড. মোঃ সামসুল হক

| প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এড. মোঃ সামসুল হক রায়পুরায় অব্যাহত বন্দুক যুদ্ধ, টেটা যুদ্ধ, বাড়ীঘরে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ আর মানুষ খুনের জন্য রায়পুরার এমপি সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এমপি রাজু আওয়ামী লীগ ও রায়পুরা থানা পুলিশকে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। তিনি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য লীগের ত্যাগী নেতাকর্মীদেরকে বাদ দিয়ে বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতা বানিয়েছেন। যারা প্রতিবাদ করেছে তাদেরকেই পুলিশ ও ভাড়াটে লাঠিয়াল দিয়ে দমননীতি চালিয়েছেন। পুলিশ ও লাঠিয়াল দিয়ে রায়পুকে এক অশান্ত জনপদে পরিনত করেছেন। মাত্র একদিনেই যেসব সমস্যা সমাধান করা সম্ভব, তা তিনি ব্যক্তিগত স্বার্থে বছরের পর বছর ধরে জিইয়ে রেখেছেন। নরসিংদী-৫ রায়পুরা আসন থেকে মনোনয় প্রত্যাশী এই কৃষকলীগ নেতা এড. সামসুল হক গত শুক্রবার রাতে নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক অনির্ধারিত মতবিনিময় সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তৃতা করেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার আদম আলী, সাবেক সহ-সভাপতি বাদল কুমার সাহা, সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ ফারুক মিয়া, সাংবাদিক হলধর দাস, সঞ্জিত সাহা প্রমুখ।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, সমাজতন্ত্রে বিশ্বাসীরা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিতে পারেনি। মুক্তিযুদ্ধে নেতৃত্ব ছিল জাতীয়তাবাদীদের হাতে। সমাজ পরিবর্তনে সঠিক রণনীতি ও রণকৌশল নিধারণ করতে না পারলে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা কোনক্রমেই সম্ভব হবে না। তিনি গত শুত্রবার বিকেলে নরসিংদী পৌর মিলনায়নে মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে অক্টোবর বিপ্লব শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদ, নরসিংদী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ