Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুলিয়ারচরে নৌকা ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

| প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তামান্না আক্তার (১৬) পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় ৫-৬জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। শুক্রবার দুপুর দেড়টায় রামদী ইউনিয়নের বড়চর চাতলার বিলে নৌকা ডুবির ঘটনা ঘটে। জানা যায়, আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের ১৫-২০জন শিক্ষার্থী নৌকায় করে প্রমোদ ভ্রমণে গেলে নৌকায় ধাপাধাপির একপর্যায়ে বিলে নৌকা ডুবে তামান্না আক্তার নিখোঁজ হয়। বাকিরা সাঁতরে গিয়ে কিনারে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা গুরুতর অসুস্থ অবস্থায় তামান্না আক্তার, ফারজানা আক্তার, স্বর্ণা আক্তারসহ অন্যাদের উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তামান্নাকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
মৃত তামান্না আক্তার আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশ্চিত করেন। সে হাড়িয়াকান্দা গ্রামের কৃষক আব্দুস সাত্তারের মেয়ে। কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ মকবুল হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেন ও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ