বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক : দেশের দু’স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৭ জন ও আহত হয়েছে ৪ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁর মান্দায় একটি পানের বরজে ব্যবহৃত বাঁশের চাটাই বোঝাই একটি ট্রাক উল্টে ৬ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় নওগাঁ-রাজশাহী মহা-সড়কে মান্দা উপজেলার হাজি গোবিন্দপুর নামকস্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, হিলি থেকে বরজে ব্যবহৃত বাঁশের চাটাই বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ভ-১১-৯৭৪৪) হিলি থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রাকটি নওগাঁ-রাজশাহী মহা-সড়কে মান্দা উপজেলার হাজি গোবিন্দপুর নামকস্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পশ্চিম পার্শ্বে একটি গভীর খাদে পানিতে পড়ে ডুবে যায়।
ফায়ার সার্ভিস, নওগাঁর উপ-সহকারী পরিচালক এ কে এম মোরশেদ জানান, ফায়ার সার্ভিসের নওগাঁ থেকে দু’টি এবং নিয়ামতপুর থেকে একটি মোট ৩টি ইউনিট সেখানে গিয়ে স্থানীয় জনগনের সহযোগিতায় পানি থেকে ৬ জনের লাশ উদ্ধার করে। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলো- রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন মারিয়া গ্রামের লাল মোহনের পুত্র মোঃ আব্দুল মান্নান (৪৫) ও মৃত দলিল উদ্দিনের পুত্র মোঃ আশরাব আলী, একই উপজেলার হরিপুর গ্রামের মোঃ সাহেব আলী (৪৫), নওগাঁ জেলাধীন বদলগাছি উপজেলার বালুভরা গ্রামের শ্রী দিপেন (৪০), নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৫০) এবং জয়পুরহাট জেলার জামালপুর গ্রামের আমিনুর রহমান (৫০)। নিহতরা সবাই পান ব্যবসায়ী বলে জানা গেছে।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে গতকাল শনিবার ভোরে অজ্ঞাত গাড়ীর চাঁপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম হামেদ বিশ্বাস (৮২)। বাড়ী ফরিদপুরের বোয়ায়মারী উপজেলার আন্ধারকোঠা গ্রামে। জানা যায়, বোয়ালমারী উপজেলার আন্ধারকোঠা গ্রামের হামেদ বিশ্বাস শুক্রবার ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বিকালে মধুখালী পৌসভার গাড়াখোলা গ্রামের নিজ মেয়ে জামাই সালাম বিশ্বাসের বাড়ীতে রাত্রীযাপন করে। পরদিন শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে মধুখালীর গোন্দারদিয়া গ্রামে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালে চোখের ডাক্তার দেখানোর জন্য গোন্দারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসা মাত্র অজ্ঞাত গাড়ী তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।