বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গলাচিপা সংবাদদাতা : ভোলায় কর্মরত অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলমের বাবার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় করা মামলা উঠিয়ে নিতে আসামি পক্ষের লোকজন তাকেসহ তার পরিবারকে নানান ধরণের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি পটুয়াখালীর জেলার গলাচিপা থানার বাউরিয়া গ্রামে।
পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, গত ১ আগস্ট মাহবুব আলমের বাবা মোসলেম শরিফ একই গ্রামের বাসিন্দা আবদুল জলিল (৩৮) এর বিরুদ্ধে থানায় জিডি করেন। এ কারণে অভিযুক্ত আবদুল জলিল এই দিনই মো. মোসলেম শরীফ এর উপর সন্ত্রাসী হামলা হামলা চালায়। এরপর তিনি ঐ দিন সন্ধ্যায় আবদুল জলিলকে (৩৮) আসামি করে গলাচিপা থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা (জিআর ৮২/১৭) দায়ের করেন। মামলা দায়ের করে আইনের আশ্রয় নেওয়ার পর তারা আরও বেশি বিপদে পড়েছেন। আসামি পক্ষের লোকজন এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের উপর নানান ধরনের হুমকি দিচ্ছেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জিডি ও মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা বিচারাধিন। আসামি আদালতে হাজির হলে কাস্টরি হয়। আসামি আবদুল জলিল এখন জেলহাজতে আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।