Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেমস বন্ডে ড্যানিয়েল ক্রেগের শেষ পর্ব

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ব্রিটিশ তারকা ড্যানিয়েল ক্রেগ অবশেষে ঘোষণা করলেন, জেমস বন্ড হিসেবে আবার তিনি ফিরছেন। বন্ড সিরিজের ২৫তম ছবিতে তাকে আবার দেখা যাবে তাকে। তবে এটাই হতে যাচ্ছে বন্ড সিরিজে তার শেষ উপস্থিতি। গত সপ্তাহে আমেরিকান একটি টিভি শোতে এ তথ্য জানান ক্রেগ। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় পঞ্চমবারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয় করবেন কিনা। উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে আমি অনিচ্ছুক ছিলাম। সব সাক্ষাৎকারেই মানুষ আমাকে এই প্রশ্ন করেছে। কিন্তু আমার মনে হয়েছে, আপনার কাছেই সত্যিটা বলা দরকার। তাহলে কি আমরা সুখবর দিতে পারছি, ড্যানিয়েল ক্রেগ জেমস বন্ড হিসেবে ফিরছেন? এমন প্রশ্নের জবাবে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, হ্যাঁ। তবে এটাই হতে যাচ্ছে বিখ্যাত গুপ্তচর হিসেবে তার শেষ কাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ